মিষ্ট বিষ
by published
আজ বৃষ্টি যেন তোমার ছোঁয়া দিয়ে গেলো মনে
সে ছোঁয়া তো নয়, যেন মিষ্ট বিষ -
মন থেকে সারা দেহে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে
তবুও মন সে বিষ তৃপ্তে পান করছে।
হয়তো এবার মৃত্যু নিশ্চিত
তবুও আমি মরতে রাজি তৃপ্তির সহিত।
সে মৃত্যুতে যদি পাই তোমারে কাছে,
তবে তোমারেই দেবো আমার যা কিছু আছে।
শেষে তোমার কাঁধে রেখে মাথা ,শুনবো তোমার বাঁশি
আর কানে কানে বলব শুধু, সখা তোমারে ভালবাসি,
শুধু তোমারেই ভালবাসি।।