EDITORIAL
Editorial (Issue-9)
by
বছরের প্রথম দিন বলেই বাঙালী নববর্ষকে 'Special' বলা চলে না। দিনটাকে ঘিরে যেন আরও আবেগ জড়িয়ে আছে। পয়লা বৈশাখ মানে নতুন হালখাতা উদ্বোধনের দিন, ছোট-বড়ো সকলকে মিষ্টিমুখ করানোর দিন! নতুন জামা পরে বড়দের পা ছুঁয়ে শুভাশীষ কামনার দিন! পয়লা বৈশাখ মানে লক্ষী-গণেশের আরাধনা। আমাদের পত্রিকা Golden Cauldron এর তরফ থেকে আমরা শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই সকলকে। সবাই সুস্থ থাকুন এবং এই বছরটি সবার ভালো কাটুক!
Read more